
গুয়াহাটি, ১৮ ডিসেম্বর (হি.স.) : আগামী ২০ ডিসেম্বর দুদিনের অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরকালে তিনি গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলে আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন, নামরূপে ইউরিয়া কারখানার শিলান্যাস সহ কয়েকটি কার্যসূচিতে অংশগ্রহণ করবেন।
আজ বৃহস্পতিবার বিজেপির প্রদেশ দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনে দলের প্ৰদেশ সভাপতি দিলীপ শইকিয়া সহ দলীয় অন্য পদাধিকারীদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০ ও ২১ ডিসেম্বর অসম সফরের নানা কার্যসূচির খবর জানিয়েছেন। প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতীকী ও তাৎপর্যপূর্ণ বলে মনে করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানান, ২০ ডিসেম্বর গুয়াহাটি এসে প্রধানমন্ত্রী লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। গুরুত্বপূর্ণ এই পরিকাঠামো উন্নয়নের ফলে উত্তর-পূর্বাঞ্চলে বিমান যোগাযোগ ও যাত্রী পরিষেবার সক্ষমতা আরও বাড়বে।
ওইদিনই রাজ্য তথা দেশের প্রতি অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে অসমের প্রথম মুখ্যমন্ত্রী ও ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের পূৰ্ণাবয়ব মূর্তির উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।
এছাড়া এই প্রথম, প্রধানমন্ত্রী হিসেবে গুয়াহাটিতে বিজেপির প্ৰদেশ সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনে পদার্পণ করে দলীয় কাৰ্যকৰ্তাদের সঙ্গে বার্তালাপ করবেন মোদী। এছাড়া ব্রহ্মপুত্র নদে একটি চলমান ফেরিতে ২৫ জন মেধাবী শিক্ষার্থীর সঙ্গে ‘পরীক্ষা পে চর্চা’ শীর্ষক এক বিশেষ কাৰ্যসূচিতে অংশগ্ৰহণ করবেন তিনি। ব্রহ্মপুত্র পারাপারের সময় প্রস্তাবিত মতবিনিময়ে মাধ্যমে এক অনন্য জনসংযোগ উদ্যোগের সূচনা হবে। অসমের নদী পর্যটনে একে অনুঘটক প্রভাব আশা করি আমরা, বলেন মুখ্যমন্ত্ৰী। মুখ্যমন্ত্রী বলেন, গত বছর নরেন্দ্র মোদীজি কাজিরঙা জাতীয় উদ্যান পরিদর্শন করেছিলেন। যার ফলে কাজিরঙা ন্যাশনাল পার্কে পর্যটকদের ভিড় বেড়েছে।
তাছাড়া, অসম আন্দোলনে শহিদদের স্মরণে নির্মিত শহিদ স্মারকেও যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ঐতিহাসিক আন্দোলনে প্রাণ বলিদানকারী শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
২১ ডিসেম্বর প্রধানমন্ত্রী উজান অসমের নামরূপ যাবেন। সেখানে তিনি ১২ লক্ষ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন ইউরিয়া উৎপাদন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই বৃহৎ শিল্প প্রকল্পটি সার উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, বলেন মুখ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফরের গুরুত্ব তুলে ধরে মুখ্যমন্ত্রী ড. শর্মা জানান, রাজ্য অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় রয়েছে। তাঁর বিশ্বাস, প্রধানমন্ত্রীর দুদিবসীয় সফর অসমের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস