প্রখ্যাত ভাস্কর রাম সুতারের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি. স.): ভারতের খ্যাতনামা ভাস্কর রাম সুতার-এর মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে এক পোস্ট লেখেন, বিশিষ্ট ভাস্কর শ্রী রাম সুতার জির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর অসাধ
প্রয়াত রাম সুতার, শোকপ্রকাশে প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি. স.): ভারতের খ্যাতনামা ভাস্কর রাম সুতার-এর মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে এক পোস্ট লেখেন, বিশিষ্ট ভাস্কর শ্রী রাম সুতার জির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর অসাধারণ শিল্পনৈপুণ্য ভারতকে স্ট্যাচু অফ ইউনিটিসহ কিছু অত্যন্ত বিখ্যাত স্থাপত্যকীর্তি উপহার দিয়েছে। তাঁর কাজগুলো ভারতের ইতিহাস, সংস্কৃতি এবং সম্মিলিত চেতনার শক্তিশালী প্রকাশ হিসেবে সর্বদা প্রশংসিত হবে। তিনি আগামী প্রজন্মের জন্য জাতীয় গৌরবকে অমর করে গেছেন। তাঁর কাজ শিল্পী এবং সাধারণ নাগরিক উভয়কেই অনুপ্রাণিত করতে থাকবে। তাঁর পরিবার, অনুগামী এবং তাঁর অসাধারণ জীবন ও কাজের দ্বারা প্রভাবিত সকলের প্রতি আমার গভীর সমবেদনা। ওম শান্তি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande