প্রয়াত প্রখ্যাত ভাস্কর রাম সুতার
নয়ডা, ১৮ ডিসেম্বর (হি.স.): প্রয়াত হলেন বিখ্যাত ভাস্কর রাম সুতার। বুধবার রাতে নয়ডার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর পুত্র তাঁর প্রয়াণের খবর জানিয়ে প্রেস বিবৃতি দেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০। তাঁর ডিজাইনেই গুজরাতের নর্মদা
প্রয়াত প্রখ্যাত ভাস্কর রাম সুতার


নয়ডা, ১৮ ডিসেম্বর (হি.স.): প্রয়াত হলেন বিখ্যাত ভাস্কর রাম সুতার। বুধবার রাতে নয়ডার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর পুত্র তাঁর প্রয়াণের খবর জানিয়ে প্রেস বিবৃতি দেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০। তাঁর ডিজাইনেই গুজরাতের নর্মদা তীরে সর্দার বল্লভভাই প্যাটেলের বিশ্বের সবচেয়ে বড় মুর্তি 'স্ট্যাচু অফ ইউনিটি' তৈরি হয়। যার উচ্চতা ১৮২ মিটার।

১৯২৫ সালের ১৯ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের ধুলে জেলার গন্দুরে জন্ম গ্রহন করেন। জানা গিয়েছে শৈশব থেকেই ভাস্কর্যের প্রতি আকৃষ্ট ছিলেন রাম সুতার। মুম্বইয়ের জেজে স্কুল অফ আর্ট এবং আর্কিটেকচার থেকে পড়াশুনা করেন তিনি। সেখানে গোল্ড মেডেল পান রাম সুতার। তিনি দেশে বিদেশে বহু গুরুত্বপূর্ণ কাজ করেছেন। এরমধ্যে, অন্যতম গুরুত্বপূর্ণ হল ধ্যানমগ্ন ভঙ্গিতে উপবিষ্ট মহাত্মা গান্ধীর মূর্তি এবং সংসদ প্রাঙ্গণে ঘোড়ায় চড়ে থাকা ছত্রপতি শিবাজির প্রতীকী মূর্তিগুলি। এগুলি তাঁর সেরা সৃষ্টিগুলির মধ্যে অন্যতম বলে মনে করা হয়। গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির নকশা তাঁরই তৈরি। এই মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি নামে পরিচিত। ১৯৯৯ সালে ‘পদ্মশ্রী’ সম্মান পান তিনি। ২০১৬ সালে তাঁকে পদ্মভূষণও দেওয়া হয়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande