রাম সুতারের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর
নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): প্রয়াত হয়েছেন বিখ্যাত ভাস্কর রাম সুতার। বুধবার রাতে নয়ডায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বহু বিশিষ্ট ব্যক্তি| রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
রাম সুতার


নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): প্রয়াত হয়েছেন বিখ্যাত ভাস্কর রাম সুতার। বুধবার রাতে নয়ডায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বহু বিশিষ্ট ব্যক্তি| রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শোকবার্তায় জানিয়েছেন, বিশিষ্ট ভাস্কর শ্রী রাম সুতার জির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর অসাধারণ অবদান ভারতের শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। স্ট্যাচু অফ ইউনিটি সহ তাঁর বিখ্যাত শিল্পকর্মগুলো ভারতের অক্ষয় ঐতিহ্যের মহান প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। তাঁর শিল্পকর্ম আগামী প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করে যাবে। আমি তাঁর পরিবারবর্গ এবং অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাই।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোকবার্তায় জানিয়েছেন, স্ট্যাচু অফ ইউনিটির স্থপতি মহান ভাস্কর রাম সুতারের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তরুণ প্রজন্মের জন্য ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য ঐতিহাসিক ভাস্কর্য নির্মাতা রাম সুতার অজন্তা ও ইলোরার ভাস্কর্য পুনরুদ্ধারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর মৃত্যু ভারতীয় শিল্প জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande