
অনন্তনাগ, ১৮ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় চিতাবাঘের আক্রমণে পাঁচ বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। বুধবার রাতে শ্রীগুফওয়ারা এলাকায় এই ঘটনা ঘটে। মেয়েটিকে তার বাড়ির বাইরে থেকে কাছের একটি ঝোপের মধ্যে টেনে নিয়ে যায় চিতাবাঘটি। পুলিশ এবং উদ্ধাএদরকারী দল তল্লাশি শুরু করার পরে তার মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনার পরে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে পিডিপি নেত্রী ইলতিজা মুফতি বলেন, এটা দুর্ভাগ্যজনক যে এই গ্রামে আলো নেই| সরকারের কোনও প্রতিনিধি এখানে আসেননি| গতকাল একটি ৫ বছরের মেয়ে প্রাণ হারিয়েছে| আমি সরকার এবং বন দফতরের কাছে এখানে এসে দেখে যাওয়ার জন্য আবেদন জানাচ্ছি| আমাদের বন দফতরের উচিত এই ধরনের ঘটনা এড়াতে একটি পরিকল্পনা তৈরি করা|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ