অনূর্ধ্ব - ১৯, কোচবিহার ট্রফি থেকে বাংলার বিদায়
কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স.) : অনূর্ধ্ব - ১৯, কোচবিহার ট্রফিতে বাংলার খেলা ড্র। উত্তরপ্রদেশের বিরুদ্ধে জিততেই ব্যর্থ। নক আউট পৌঁছতে হলে অবশ্যই এ খেলায় জয় অবশ্যম্ভাবী ছিল। কাজেই কোচবিহার ট্রফি থেকে এদিন কার্যতঃ বাংলাকে সেখান থেকে বিদায় নিতে হল। অ
অনূর্ধ্ব - ১৯, কোচবিহার ট্রফি থেকে বাংলার বিদায়


কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স.) : অনূর্ধ্ব - ১৯, কোচবিহার ট্রফিতে বাংলার খেলা ড্র। উত্তরপ্রদেশের বিরুদ্ধে জিততেই ব্যর্থ। নক আউট পৌঁছতে হলে অবশ্যই এ খেলায় জয় অবশ্যম্ভাবী ছিল। কাজেই কোচবিহার ট্রফি থেকে এদিন কার্যতঃ বাংলাকে সেখান থেকে বিদায় নিতে হল।

অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফিতে এই খেলায় বরেলিতে বাংলা-উত্তরপ্রদেশ ম্যাচে কুয়াশার কারণে দৃশ্যমানতা তলানিতে থাকায় প্রথম দিনেই স্পষ্ট হয়ে গিয়েছিল ম্যাচের গতিপ্রকৃতি। দ্বিতীয় দিনে সারাদিন খেলা হয়নি। বাংলাকে পরবর্তী পর্যায়ে যেতে হলে এই ম্যাচে জিততেই হত। উল্লেখ্য, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার প্রথম ইনিংসে বাংলার দলগত স্কোর - ১৭১ রান এর চেয়ে সৌরাষ্ট্র - ৮/ ২১৬ এগিয়ে থাকে। এরপর শুক্রবার আর খেলা হয় নি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande