বিজয় মার্চেন্ট ট্রফিতে কেরালার বিরুদ্ধে দাপট বাংলার, আকাশের অপরাজিত - ৫০ রান
কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স.) : অনূর্ধ্ব - ১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে কেরালার বিরুদ্ধে প্রথম ইনিংসে মূল্যবান লিড আদায় করেছে বাংলা। কটকে কেরালার প্রথম ইনিংস ১৭৮ রানে থামিয়ে দিতেই এর জবাবে বাংলা প্রথম ইনিংসে ৭৭.৪ ওভারে ১৯৩ রান করে। এই প্রসঙ্গে উল্লেখ
বিজয় মার্চেন্ট ট্রফিতে কেরালার বিরুদ্ধে দাপট বাংলার, আকাশের অপরাজিত - ৫০ রান


কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স.) : অনূর্ধ্ব - ১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে কেরালার বিরুদ্ধে প্রথম ইনিংসে মূল্যবান লিড আদায় করেছে বাংলা। কটকে কেরালার প্রথম ইনিংস ১৭৮ রানে থামিয়ে দিতেই এর জবাবে বাংলা প্রথম ইনিংসে ৭৭.৪ ওভারে ১৯৩ রান করে।

এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, গতকাল প্রথম দিনের শেষে কেরলের স্কোর ছিল ৯৪ ওভারে ৮ উইকেটে ১৬৫ রান। আজ বাকি ২ উইকেট তুলতে বাংলার লাগে ৭.২ ওভার। ত্রিপর্ণ সামন্ত ও প্রবীণ ছেত্রী তিনটি করে উইকেট দখল করে। উৎসব শুক্লা ২টি ও মহম্মদ আশিফ পেয়েছে ১টি করে উইকেট।

এদিকে, বাংলা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল। ৯ রানে প্রথম, ১২ রানে দ্বিতীয় ও তৃতীয়, ৪০ রানে চতুর্থ, ৪৬ রানে পঞ্চম, ৫৪ রানে ষষ্ঠ ও ৮২ রানে সপ্তম উইকেট পড়ে গিয়েছিল। সেই পরিস্থিতি সামাল দিয়ে বাংলা লিড আদায় করল। ব্যাটিংয়ে এরমধ্যে সর্বাধিক রান ৯ নম্বরে নেমে আকাশ যাদবের ১৪৫ বলে অপরাজিত ৬৯ রান। সায়ক জানা - ৪৩ ও অধিনায়ক রাজেশ মণ্ডল - ২৪ রান করে। আদিত্যন এস ভি ৫টি উইকেট পায়। দ্বিতীয় দিনের শেষে কেরল দ্বিতীয়বার ইনিংসে ২.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৫ রান তুলেছে। যদিও তারা পিছিয়ে রয়েছে ১০ রানে। একমাত্র উইকেটটি আশিফের। কাল ম্যাচের শেষ দিন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande