
কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স.) : মেয়েদের অনূর্ধ্ব - ১৯ ওয়ান ডে ট্রফি এলিটে একটানা চতুর্থ জয় ছিনিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল বাংলা দল। সেইসঙ্গে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে।
মুম্বইয়ের বিকেসি গ্রাউন্ডে শুক্রবার ঈপ্সিতা মণ্ডলের নেতৃত্বাধীন বাংলা ২৪ রানে সৌরাষ্ট্র'কে হারাল। সৌরাষ্ট্র টস জিতে ফিল্ডিং নিয়েছে। বাংলা ৪২.৪ ওভারে ২৩৫ রান তোলে। ঈপ্সিতা ওপেন করতে নেমে ৭২ বলে সর্বাধিক - ৬৬ রান করে। প্রিয়াঙ্কা গোলদার ৪০ বলে ৪২ রান, দিয়া নন্দী ৬৪ বলে ৪৭ রান, দেবযানী দাস ৩৩ বলে ২৯ রান ও চন্দ্রিমা বিশ্বাস ১৬ বলে ১৫ রান করে। অ্যাঞ্জেল, শ্রদ্ধা মোতিভারস, অবনী চাবড়া, কৃশস ২টি করে উইকেট নিয়েছে।
এর জবাবে খেলতে নেমে ৪৮.৪ ওভারে ২১১ রানে সৌরাষ্ট্রৈর ইনিংস শেষ হয়েছে। কৃশস ৭৬ বলে সর্বাধিক অপরাজিত ৪৩ রান করে। প্রিয়াঙ্কা গোলদার ৪টি ও ঈপ্সিতা মণ্ডল ৩টি উইকেট নেয়। চন্দ্রিমা বিশ্বাস পেয়েছে ২ উইকেট। ৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বাংলা এলিট গ্রুপ বি-র শীর্ষস্থানে রয়েছে। দুই নম্বরে রয়েছে অন্ধ্র (৪ ম্যাচে ১২ পয়েন্ট)। রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলার প্রতিপক্ষ নাগাল্যান্ড, ৪টি ম্যাচ খেলা শেষ হলেও একটি জিততে পারেনি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত