
কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স.) : বিজয় হাজারে ট্রফির জন্য শুক্রবার বাংলা দল ঘোষিত। নেতৃত্বে রয়েছে অভিমন্যু ঈশ্বরণ। দলে সুযোগ মিলেছে বাংলার অনূর্ধ্ব - ১৯ অধিনায়ক চন্দ্রহাস দাশ' এর। উল্লেখ্য, অনূর্ধ্ব - ২৩ দলে (উইকেট রক্ষক) - সুমিত নাগ, রবি কুমার ও বাংলার বিজয় হাজারে ট্রফি দলে রয়েছে। এদের সকলেই ভালো পারফরম্যান্স করেছে।
এলিট পর্যায়ে বাংলা রয়েছে গ্রুপ বি - তে। আগামী ২৪ ডিসেম্বর রাজকোটে বিদর্ভ ম্যাচ দিয়ে অভিযান শুরু করতে চলেছে বাংলা দল। এরপর বাংলার প্রতিপক্ষ যথাক্রমে - বরোদা (২৬ ডিসেম্বর), চণ্ডীগড় (২৯ ডিসেম্বর), জম্মু ও কাশ্মীর (৩১ ডিসেম্বর), অসম (৩ জানুয়ারি), হায়দরাবাদ (৬ জানুয়ারি) ও উত্তরপ্রদেশ (৮ জানুয়ারি) খেলা রয়েছে ।
শুক্রবার সরকারিভাবে ঘোষিত বাংলা দল - অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল (উইকেট রক্ষক ), সুদীপ কুমার ঘরামি, সুমন্ত গুপ্ত, সুমিত নাগ (উইকেট রক্ষক ), চন্দ্রহাস দাশ, শাহবাজ আহমেদ, করণ লাল, মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমার, সায়ন ঘোষ, রবি কুমার, আমির গণি, বিশাল ভাটি, অঙ্কিত মিশ্র।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত