আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হবে ফিনালিসিমা, মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন
নিওঁ(সুইজারল্যান্ড), ১৯ ডিসেম্বর (হি.স.) :কাতারে ফিনালিসিমায় মুখোমুখি হবে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিয়ার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বৃহস্পতিবার ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এ তথ্য জানিয়েছে। উয়েফা জানিয়েছে আগামী বছরের মার্চে
আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হবে ফিনালিসিমা, মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন


নিওঁ(সুইজারল্যান্ড), ১৯ ডিসেম্বর (হি.স.) :কাতারে ফিনালিসিমায় মুখোমুখি হবে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিয়ার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বৃহস্পতিবার ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এ তথ্য জানিয়েছে।

উয়েফা জানিয়েছে আগামী বছরের মার্চে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। দুটি মহাদেশীয় চ্যাম্পিয়নের মধ্যকার এই প্রতিযোগিতা ২০২১ সালে আবার শুরু হয়েছে।

২০২২ সালের ফিনালিসিমায় লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ইতালিকে ৩–০ গোলে হারিয়েছিল। এবার দক্ষিণ আমেরিকার দলটি আবারও ফিরছে কাতারের লুসাইল স্টেডিয়ামে, যেখানে তিন বছর আগে তারা বিশ্বকাপ শিরোপা জিতেছিল।

ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ মার্চ ২০২৬। এখন পর্যন্ত স্পেন ও আর্জেন্টিনা ১৪ বার মুখোমুখি হয়েছে। দুই দলই ছয় বার করে জয় পেয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande