
বাজারিছড়া (অসম), ২১ ডিসেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন সলগই বাজারে গণ-পিটুনির ফাঁকে পালাতে গিয়ে চলন্ত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছে কথিত এক মোবাইল ছিনতাইকারী।
ঘটনাটি সংঘটিত হয়েছে আজ রবিবার সন্ধ্যারাতে সলগই বাজারের সাপ্তাহিক হাটে। হাটে জনৈক ব্যক্তির হাত থেকে এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী মোবাইল ছিনতাই করলে জনতার হাতে ধরা পড়ে যায়। তাকে কিছুটা গণ-পিটুনি দেওয়া হয়। গণ-পিটুনির ফাঁকে সুযোগ বুঝে চোরটি পালাতে যায়। অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে দৌড়ে পালাতে গিয়ে একটি চলন্ত গাড়ির সংস্পর্শে এসে যায় ব্যক্তিটি। দুরন্ত গাড়ির ধাক্কায় সে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়। তার মুখ ও নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে।
ঘটনার খবর যায় সলগই বাজার ভিডিপি সম্পাদক মলয় দাসের কাছে। তিনি ঘটনাটি বাজারিছড়া থানার নজরে নেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওসি আনন্দ মেধি পুলিশের একটি দল নিয়ে অকুস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে সড়ক থেকে উদ্ধার করে মাকুন্দা লেপ্রসি কাম জেনারেল হসপিটালে নিয়ে ভরতি করেন। জানা গেছে, সন্দেহভাজন চোরের শারীরিক অবস্থা সংকটজনক। এদিকে এই খবর লেখা পর্যন্ত আহত সন্দেহভাজনের পরিচয় জানা যায়নি।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস