মদ্যপ অবস্থায় বিবাদ, ছেলের আঘাতে প্রাণ গেল বাবার
জগদলপুর, ২১ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের বস্তার জেলার কোডেনার থানার অন্তর্গত বাস্তানার এলাকায় বাবা ও ছেলের মধ্যে বিবাদের জেরে ছেলের কাঠের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অব
মদ্যপ অবস্থায় বিবাদ, ছেলের আঘাতে প্রাণ গেল বাবার


জগদলপুর, ২১ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের বস্তার জেলার কোডেনার থানার অন্তর্গত বাস্তানার এলাকায় বাবা ও ছেলের মধ্যে বিবাদের জেরে ছেলের কাঠের আঘাতে বাবার মৃত্যু হয়েছে।

রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় রবিবার ওই ব্যক্তির মৃত্যু হয়।

এক পুলিশ আধিকারিক জানান, মৃত ব্যক্তির নাম জোগো গাওয়াড়। তাঁর ছেলে আসলু গাওয়াড়ের সঙ্গে মদ্যপান সংক্রান্ত বিষয় নিয়ে প্রায়ই পারিবারিক অশান্তি লেগে থাকত। শনিবারও এই বিষয়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে তীব্র বচসা হয়। সেই সময় উত্তেজিত হয়ে ছেলে ঘরে থাকা একটি কাঠ তুলে বাবার মাথায় আঘাত করে বলে অভিযোগ। আঘাতে তিনি অচৈতন্য হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা আহত জোগো গাওয়াড়কে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। তবে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর মৃতের স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ছেলে আসলু গাওয়াড়ের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, হত্যার মামলা দায়ের করা হয়েছে। রবিবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande