
ঝাড়্গ্রাম, ২১ ডিসেম্বর (হি.স.) : ঝাড়্গ্রামে ফের হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার সকালে এই ঘটনা ঘটে ঝাড়্গ্রাম বন বিভাগের লোধাশুলি রেঞ্জের পেনিয়াভাঙ্গা এলাকায়। বনদফতর সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জীতেন মাহাত (৬০)। তিনি পেনিয়াভাঙ্গা গ্রামের বাসিন্দা।
বনদফতর ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল আনুমানিক ১০টা নাগাদ ঘন কুয়াশার মধ্যে ছাগল নিয়ে গ্রাম সংলগ্ন জঙ্গলে চড়াতে যান জীতেন মাহাত। সেই সময় আচমকাই একটি হাতির সামনে পড়ে যান তিনি। কুয়াশার কারণে হাতিটিকে দেখতে না পেয়ে বিপদের মুখে পড়েন। হাতিটি শুঁড় দিয়ে তাঁকে পেঁচিয়ে তুলে আছাড় মারলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ঝাড়্গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।
বনদফতর সূত্রে আরও জানা গিয়েছে, এদিন ভোরে সাঁকরাইল ব্লকের দিক থেকে তিন থেকে চারটি হাতির একটি দল লোধাশুলি হয়ে ৬ নম্বর জাতীয় সড়ক পার করে পেনিয়াভাঙ্গা জঙ্গলে প্রবেশ করেছিল। সেই হাতির দলের সামনেই পড়ে যান জীতেন মাহাত।
এই ঘটনার পর মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বনদফতর জানিয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
উল্লেখ্য, চলতি মাসের ৯ ডিসেম্বর সাঁকরাইল ব্লকের কুলটিকরী এলাকায় হাতির হামলায় জয়া আড়ি নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো