
কলকাতা, ২১ ডিসেম্বর (হি. স. ):
বাবরি মসজিদ ফের নতুন করে রাজ্য ও জাতীয় রাজনীতির একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল থেকে বহিস্কৃত বিধায়ক হুমায়ুন কবীর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একটি মসজিদ নির্মাণ করতে চলেছেন, যে মসজিদকে তিনি বলছেন বাবরি মসজিদ। এই মসজিদ নির্মাণ নিয়েই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত জানিয়ে দিলেন যে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই তৈরি করা হচ্ছে।
রবিবার আরএসএস-এর শতবর্ষ উপলক্ষে শহরের এক প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন সংঘ প্রধান মোহন ভাগবত। সেখানেই দ্বিতীয় অর্ধের প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের উত্তরে মোহন ভাগবত বলেন, একটা ঝগড়া চলেছিল কোর্টে। দীর্ঘদিনের শুনানির পর আদালত একটা সিদ্ধান্ত জানায়। যার ফলে মন্দির-মসজিদ ঝগড়ার সমাপ্তি হয়েছিল। এরপরেই হুমায়ুনের প্রস্তাবিত মসজিদ নিয়ে সংঘচালক বলেন, ফের মসজিদ (বাবরি) নির্মাণের এই সিদ্ধান্ত হিন্দু-মুসলমানের ঝগড়াকে সামনে নিয়ে আসবে। ভাগবতের সংযোজন, এই সিদ্ধান্ত না মুসলিমদের জন্য ভাল, না হিন্দুদের জন্য ভাল। তাঁর বক্তব্য, এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। এমনটা হওয়া উচিৎ ছিল না বলেই আমি মনে করি।
এদিন মোহন ভাগবত আরও বলেন ধর্মনিরপেক্ষতা আর হিন্দুত্ব এক নয়। ভারতে যারাই সরকার চালিয়ে এসেছে তারাই অসাম্প্রদায়িক থেকেছে। ধর্মনিরপেক্ষতার অর্থ হল নিরপেক্ষতা বজায় রাখা। তিনি আরও বলেন, আমরা এটা মানি যে মুসলিম সম্প্রদায় পুজার বিষয়ে ভিন্ন মত পোষণ করতে পারেন কিন্তু দেশের ভালোর বিষয়ে তারা সবাইই দেশের পক্ষে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত