
পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর (হি.স.): রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনা| দুর্ঘটনার কবলে পড়লো একটি বাস| আহত হয়েছে ৯ জন|
জানা গেছে, দুর্গাপুর থেকে নয়াগ্রামে যাওয়ার পথে শালবনিতে দুর্ঘটনার কবলে পড়ে চিৎপুরের একটি যাত্রাদলের বাস। রবিবার সকাল ৭টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের শালবনির গোদাপিয়াশাল এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা দেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে। দুর্ঘটনায় আহত ৯ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ