কুয়াশাচ্ছন্ন উত্তর ভারতের একাংশ, প্রভাব রেল ও বিমান পরিষেবায়
নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): গত কয়েক দিন ধরেই সকালের দিকে ঘন কুয়াশায় ঢেকেছে উত্তর ভারতের একাংশ। সঙ্গে রয়েছে দূষণও। রবিবারও কুয়াশার এবং বায়ু দূষণের কারণে কম রইল দৃশ্যমানতা। ফলে সমস্যায় পড়লেন যাত্রীরা। সূত্রের খবর, দিল্লি থেকে ২০০টিরও বেশি বিমান
কুয়াশাচ্ছন্ন উত্তর ভারতের একাংশ


নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): গত কয়েক দিন ধরেই সকালের দিকে ঘন কুয়াশায় ঢেকেছে উত্তর ভারতের একাংশ। সঙ্গে রয়েছে দূষণও। রবিবারও কুয়াশার এবং বায়ু দূষণের কারণে কম রইল দৃশ্যমানতা। ফলে সমস্যায় পড়লেন যাত্রীরা। সূত্রের খবর, দিল্লি থেকে ২০০টিরও বেশি বিমান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়তে চলেছে। কুয়াশার কারণেই এই দেরি। এ ছাড়া, ট্রেনগুলিও নির্দিষ্ট সময়ে ছাড়তে পারছে না খারাপ আবহাওয়ার কারণে।

উল্লেখ্য, বিগত কয়েকদিনের মতোই রবিবার সকালেও রাজধানীর ঘুম ভেঙেছে ঘন কুয়াশার চাদরে ঢেকে। দৃশ্যমানতাও ছিল প্রায় শূন্যের কাছাকাছি। রাজধানী দিল্লি, নয়ডা এবং গাজিয়াবাদে দৃশ্যমানতা খুবই কম। এদিকে, রবিবার সকালে পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চলে ঘন কুয়াশার একটি পুরু আস্তরণ দেখা যায়| এর ফলে দৃশ্যমানতা কমে যায়| সকাল গড়িয়ে বেলা হলেও কুয়াশার কারণে লাইট জ্বেলে যাতায়াত করতে দেখা গেছে বহু গাড়িকে|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande