মহারাষ্ট্রে পুর-পঞ্চায়েত নির্বাচনে জয় বিজেপির
মুম্বই, ২১ ডিসেম্বর (হি. স.) : এবার মহারাষ্ট্রে পুর-পঞ্চায়েত নির্বাচনে জয় ছিনিয়ে নিল গেরুয়া শিবির। দুপুরেই খবর ছিল, লড়াইয়ে অনেকটাই এগিয়ে বিজেপির নেতৃত্বে মহাজুটি। অনেকটাই পিছিয়ে কংগ্রেস, শিবসেনা (ইউবিটি) এবং এনসিপি (এসপি)। দিন শেষে ২৮৮টি মহারাষ্ট্
মহারাষ্ট্রে পুর-পঞ্চায়েত নির্বাচনে  জয় বিজেপির


মুম্বই, ২১ ডিসেম্বর (হি. স.) : এবার মহারাষ্ট্রে পুর-পঞ্চায়েত নির্বাচনে জয় ছিনিয়ে নিল গেরুয়া শিবির। দুপুরেই খবর ছিল, লড়াইয়ে অনেকটাই এগিয়ে বিজেপির নেতৃত্বে মহাজুটি। অনেকটাই পিছিয়ে কংগ্রেস, শিবসেনা (ইউবিটি) এবং এনসিপি (এসপি)। দিন শেষে ২৮৮টি মহারাষ্ট্র নগর পরিষদ এবং পঞ্চায়েতের মধ্যে ১২৯টির দখল নিয়েছে বিজেপি। মহাজুটি যখন জয়ের আনন্দে মেতে, তখন কংগ্রেস-শিবসেনা শিবিরে কেবল হতাশা। হারের জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে তারা।

স্থানীয় নির্বাচনে বিরাট জয় নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের মন্তব্য, “মোদীজি আমাদের উপর চেয়ে বিশ্বাস রেখেছিলেন, আমাদের নেতা অমিত শাহজি, নাড্ডাজি এবং নবীনজি আমাদের উপর যে আস্থা রেখে ছিলেন তা পূরণ করতে পেরে আমরা খুশি।” আরও বলেন, “প্রথমবার আমি কোনও নেতা বা দলের সমালোচনা করিনি, অভিযোগ করিনি। বরং পরিকল্পনা ব্যাখ্যা করেছিলাম। ১০০% ইতিবাচক প্রচারণ চালিয়েছিলাম। এর ফলস্বরূপ জনগণ পাশে থেকেছে।”

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande