
কলকাতা, ২১ ডিসেম্বর (হি. স. ) : শুকনো পাতা পোড়ানোয় শহরে দূষণের মাত্রা বাড়ছে৷ এমনটাই দাবি পরিবেশ সংগঠনের৷ এবার তাই তারা দূষণ ঠেকাতে বিকল্প পরামর্শ দিয়ে চিঠি পাঠাল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে৷
মূলত শীতের আগমনে এক্কেবারে শুরু থেকেই দিল্লি ঢেকেছে ধোঁয়ার চাদরে। লাগামহীন বায়ুদূষণের অন্যতম কারণ হিসাবে সমীক্ষায় উঠে এসেছে, আশপাশের রাজ্যের জমিতে ধানের গোড়া পোড়ানো।
পরিবেশ সংগঠনগুলির দাবি, শহর কলকাতার বাতাসের মানেরও ক্রমশ অবনতি হচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় যথেচ্ছভাবে গাছের ঝড়ে পড়া শুকনো পাতা পোড়ানো হয়, যা দূষণ কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে। আর সেই অযাচিত দূষণ কীভাবে ঠেকানো যায়, তার জন্য মেয়র ফিরহাদ হাকিমকে পুরনো পন্থা অবলম্বন করতে পরামর্শ দিল পরিবেশ সংগঠন ‘পাবলিক’। কলকাতার মেয়র ছাড়াও পরিবেশ ও উদ্যান বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্যকেও চিঠি দেয় তারা।
ওই চিঠিতে বলা হয়েছে, এই ঘটনায় নাগরিক হিসেবে তাঁরা উদ্বিগ্ন। পাতা পোড়ানো অভ্যাস হয়ে গিয়েছে সাফাই কর্মীদের। একটা সময় গাড়ির অভাব বা পরিকাঠামোর ঘাটতি থাকায় এই পথ নেওয়া হত। কিন্তু এখন কলকাতা পুরনিগমের সাফাই বিভাগের হাতে আধুনিক গাড়ি আছে। উন্নত হয়ছে বর্জ্য ব্যবস্থাপনা তারপরেও এই ঘটনা ঘটে চলেছে যেটা সঠিক নয়। বেশ কিছু জায়গায় এই ঘটনা চোখে পড়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত