কল্যাণী এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাড়ির ধাক্কা, জখম ৫
উত্তর ২৪ পরগনা, ২১ ডিসেম্বর (হি. স. ) : রবিবারের সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ দুর্ঘটনা হয়। ভুইয়া এলাকায় রাস্তার ধারে গার্ডরেলে ধাক্কা মেরে উল্টে যায় একটি গাড়ি। জখম হয়েছেন ৫ জন, তাঁদের মধ্যে দু''জন মহিলা। দুমড়ে গিয়েছে গাড়িটি। আহতদের চিকিৎ
কল্যাণী এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাড়ির ধাক্কা, জখম ৫


উত্তর ২৪ পরগনা, ২১ ডিসেম্বর (হি. স. ) : রবিবারের সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ দুর্ঘটনা হয়। ভুইয়া এলাকায় রাস্তার ধারে গার্ডরেলে ধাক্কা মেরে উল্টে যায় একটি গাড়ি। জখম হয়েছেন ৫ জন, তাঁদের মধ্যে দু'জন মহিলা।

দুমড়ে গিয়েছে গাড়িটি। আহতদের চিকিৎসা চলছে, গাড়ির চালককে আটক করেছে পুলিশ। দ্রুত গতিতে ব্যারাকপুরের দিক থেকে আসছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। দূর থেকে তাঁদের চোখে পড়ে গাড়িটি দূর থেকে দ্রুত গতিতে এসে ধাক্কা মেরে উল্টে যায়।

প্রসঙ্গত, শীতে কুয়াশার জেরে ভারতের নানা এলাকাতেই দুর্ঘটনা বাড়ছে। ১৬ ডিসেম্বরে ভোরে মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে একের পর এক গাড়ির ধাক্কায় প্রাণ হারান অন্তত চার জন, আহত হন আরও ২৫ জন। ওই দিন

সকালেই দুর্ঘটনা ঘটে কলকাতার মা উড়ালপুলে। একের পর এক গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হন এক বাইক আরোহী।

কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় এধরণের দুর্ঘটনার আশঙ্কা থাকে বলে পুলিশের দাবি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande