প্রথমবার কাশ্মীরে পৌঁছল খাদ্যশস্যবাহী মালগাড়ি
শ্রীনগর, ২১ ডিসেম্বর (হি.স.) : কাশ্মীর উপত্যকায় খাদ্য নিরাপত্তা ও পরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রথমবারের মতো খাদ্যশস্যবাহী মালগাড়ি পৌঁছল অনন্তনাগ গুডস টার্মিনালে। রবিবার ভারতীয় খাদ্য নিগম (এফসিআই)-এর এই বিশেষ মালগাড়ি পঞ্জাব থেকে কা
প্রথমবার কাশ্মীরে পৌঁছল খাদ্যশস্যবাহী মালগাড়ি


শ্রীনগর, ২১ ডিসেম্বর (হি.স.) : কাশ্মীর উপত্যকায় খাদ্য নিরাপত্তা ও পরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রথমবারের মতো খাদ্যশস্যবাহী মালগাড়ি পৌঁছল অনন্তনাগ গুডস টার্মিনালে। রবিবার ভারতীয় খাদ্য নিগম (এফসিআই)-এর এই বিশেষ মালগাড়ি পঞ্জাব থেকে কাশ্মীরে আসে।

এফসিআই কাশ্মীরের এক আধিকারিক জানান, ২১টি ওয়াগনে প্রায় ১,৩৮৪ মেট্রিক টন খাদ্যশস্য নিয়ে ট্রেনটি অনন্তনাগে পৌঁছেছে। এর মধ্যে রবিবার প্রায় ১,৩০০ মেট্রিক টন চাল এসেছে। খুব শীঘ্রই আরও ৪২টি ওয়াগনে প্রায় ২,৬০০ মেট্রিক টন চাল কাশ্মীরে পৌঁছবে, যা প্রায় ১১০টি ট্রাক পরিবহণের সমতুল্য।

তিনি আরও জানান, এর আগে পঞ্জাব থেকে সড়কপথে খাদ্যশস্য সরবরাহে উল্লেখযোগ্য সময় ও ব্যয় লাগত। রেলপথে সরাসরি পরিবহণ শুরু হওয়ায় এখন সময় ও সম্পদের সাশ্রয় হবে, যা জাতীয় স্তরে সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করবে।

এই উদ্যোগ কাশ্মীর উপত্যকায় খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আরও মজবুত করবে এবং ভবিষ্যতে জরুরি পরিস্থিতিতেও দ্রুত খাদ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande