নতুন দলের নাম ঘোষণার প্রাক্কালে ভিডিয়োবার্তা হুমায়ুনের
মুর্শিদাবাদ, ২১ ডিসেম্বর (হি. স. ) : সোমবার তৃণমূলের সাসপেন্ডেড নেতা তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণার কর্মসূচি৷ সেটি নিয়ে গোটা জেলায় রয়েছে টানটান উত্তেজনা। তার আগে দলের নীতি ও আগামী বিধানসভা নির্বাচনে নিজেদের ভূমি
নতুন দলের নাম ঘোষণার প্রাক্কালে ভিডিয়োবার্তা হুমায়ুনের


মুর্শিদাবাদ, ২১ ডিসেম্বর (হি. স. ) : সোমবার তৃণমূলের সাসপেন্ডেড নেতা তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণার কর্মসূচি৷ সেটি নিয়ে গোটা জেলায় রয়েছে টানটান উত্তেজনা।

তার আগে দলের নীতি ও আগামী বিধানসভা নির্বাচনে নিজেদের ভূমিকা কী হবে, তা নিয়ে রবিবার একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করলেন হুমায়ুন৷

যেখানে শাসকদলের বিরুদ্ধেই তাঁর মূল লড়াই বলে বার্তা দিলেন তিনি৷ সঙ্গে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বিরুদ্ধে গঠনমূলক বিরোধিতার রাজনীতি হবে বলে জানালেন হুমায়ুন৷ পাশাপাশি, রাজ্যের মানুষের উদ্দেশেও একটি বার্তা দিয়েছেন তিনি৷ তাঁর কথায়, আমার নতুন দল রাজ্যের মানুষের অধিকারের জন্য কাজ করবে৷ আর আমার দল বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে রাজনীতি করবে৷ সেই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, সাংবিধানিক অধিকার রক্ষা এবং ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষিত করাই হবে আমার দলের লক্ষ্য৷

বিরোধী দল বিজেপি নিয়ে হুমায়ুন বলেন, আমার দলের লড়াই যেমন তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে, তেমনই রাজ্যের বর্তমান বিরোধী দল বিজেপির সঙ্গে লড়াইটা হবে গঠনমূলক রাজনীতির৷ রাজ্যে তৃণমূল বিভাজনের রাজনীতি করে বিজেপির সুবিধে করে দিচ্ছে৷ সেই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে হবে আমার লড়াই৷

তবে, শাসকলদল তৃণমূলের বিরুদ্ধে বাংলার সাধারণ মানুষের পাশাপাশি, রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে বঞ্চনার অভিযোগও তুলেছেন হুমায়ুন কবির৷ তাঁর দাবি, এই রাজ্য সরকার বিগত দু’বছর ধরে রাজ্যের সরকারি কর্মীদের সঙ্গে বঞ্চনা করে আসছে৷ কেন্দ্রের সঙ্গে ডিএ-র ফারাক তো আগে থেকেই ছিল৷ এমনকি রাজ্যের সরকারি কর্মীদের বেতনেও বৈষম্য রয়েছে৷ কেউ ১২ হাজার টাকা পায়, তো কেউ ১৮ হাজার৷ আবার কেউ একলাফে ৩০ হাজার টাকা পাচ্ছেন৷ এই বৈষম্য দূর করাই লক্ষ্য হবে আমাদের৷

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande