২৬ ডিসেম্বর থেকে ভারতীয় রেল টিকিটের দামে করবে আংশিক পরিবর্তন, প্রভাব পড়বে না লোকাল যাত্রীদের উপর
জম্মু, ২১ ডিসেম্বর(হি.স.): ভারতীয় রেল ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে যাত্রী ভাড়ায় আংশিক সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। তবে শহরতলির রেল পরিষেবা এবং মাসিক সিজন টিকিটের ভাড়ায় কোনও পরিবর্তন করা হয়নি। পাশাপাশি, ২১৫ কিলোমিটার পর্যন্ত যাত্রাকারী সাধারণ শ্রেণির যাত্রীদ
২৬ ডিসেম্বর থেকে ভারতীয় রেল টিকিটের দামে করবে আংশিক পরিবর্তন, প্রভাব পড়বে না লোকাল যাত্রীদের উপর


জম্মু, ২১ ডিসেম্বর(হি.স.): ভারতীয় রেল ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে যাত্রী ভাড়ায় আংশিক সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। তবে শহরতলির রেল পরিষেবা এবং মাসিক সিজন টিকিটের ভাড়ায় কোনও পরিবর্তন করা হয়নি। পাশাপাশি, ২১৫ কিলোমিটার পর্যন্ত যাত্রাকারী সাধারণ শ্রেণির যাত্রীদের উপরও এই সংশোধনের কোনও প্রভাব পড়বে না।

রবিবার রেল সূত্রে জানানো হয়েছে, ২১৫ কিলোমিটারের বেশি দূরত্বে সাধারণ শ্রেণিতে ভ্রমণের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১ পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে মেল ও এক্সপ্রেস ট্রেনের নন-এসি এবং এসি শ্রেণিতে প্রতি কিলোমিটারে ২ পয়সা হারে ভাড়া বাড়ানো হয়েছে।

রেল কর্তৃপক্ষের দাবি, এই সংশোধনের ফলে যাত্রীদের উপর আর্থিক প্রভাব অত্যন্ত সামান্য হবে। উদাহরণস্বরূপ, ৫০০ কিলোমিটার নন-এসি যাত্রায় যাত্রাপিছু অতিরিক্ত ব্যয় হবে মাত্র ১ টাকা।

এই ভাড়া সংশোধনের মাধ্যমে ২০২৫ আর্থিক বছরে রেলের অতিরিক্ত প্রায় ৬০০ কোটি টাকা রাজস্ব আয় হবে বলে আশা করা হচ্ছে।

রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গত এক দশকে রেল নেটওয়ার্ক ও ট্রেন পরিষেবার উল্লেখযোগ্য সম্প্রসারণ হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মানবসম্পদ উন্নয়ন এবং পেনশন বাবদ প্রায় ৬০ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে।

রেল কর্তৃপক্ষ এও জানায়, ভাড়া সংশোধনের সময় যাত্রীস্বার্থকে অগ্রাধিকার দিয়ে ন্যূনতম প্রভাব রাখার দিকেই বিশেষ নজর দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande