
গিরিডি, ২১ ডিসেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের গিরিডি জেলার দেওরি থানা এলাকায় পথ দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাতে দেওরি থানা এলাকার চাতরোর সংলগ্ন জামুয়া–চকাইয়ে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতদের নাম কান্তিদিঘি গ্রামের বাসিন্দা মিথিলেশ কুমার রায় (৩৫) এবং গাদিদিঘি গ্রামের তোলা মাঞ্জলাদিহের বাসিন্দা রামকুমার রায় (৫৫)।
রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিথিলেশ কুমার রায় মোটরবাইকে যাচ্ছিলেন এবং রামকুমার রায় ওই সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। চাতরোর হাতিয়া মোড়ের কাছে হঠাৎ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর দু’জনকেই অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে দেওরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়| রবিবার দু’টি মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য