
কোচবিহার, ২১ ডিসেম্বর (হি.স.): মাথাভাঙা পচাগর গ্রাম পঞ্চায়েতের মধ্য বাইশগুড়ি এলাকায় চিতাবাঘের হামলায় এক মহিলা জখম হয়েছে। রবিবার সাত সকালে ওই এলাকার বাসিন্দা সুবর্ণা রানি দের ঘরের পেছনে ছাগল বাধা ছিল। সেই সময় ছাগলকে খাবার দিতে গেলে ওই মহিলাকে চিতাবাঘটি আক্রমণ করে।
জানা গেছে, ওই মহিলার মুখে হামলা করে। এরপর আহত অবস্থায় তাঁকে মাথাভাঙা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ও চিতাবাঘ| ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিশ ও বন দফতরের কর্মীরা। তবে এখনও চিতাবাঘের সন্ধান মেলেনি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ