বাইক বাঁচাতে গিয়ে পিকআপ উল্টে মাইহারে দুর্ঘটনা,আহত ২০ জনেরও বেশি
মাইহার, ২১ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের মাইহার জেলার বদেরা থানার অন্তর্গত এলাকায় রবিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। গ্রাম বারাখুর্দ এলাকায় একটি বাইক বাঁচাতে গিয়ে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্
বাইক বাঁচাতে গিয়ে পিকআপ উল্টে মাইহারে দুর্ঘটনা,আহত ২০ জনেরও বেশি


মাইহার, ২১ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের মাইহার জেলার বদেরা থানার অন্তর্গত এলাকায় রবিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। গ্রাম বারাখুর্দ এলাকায় একটি বাইক বাঁচাতে গিয়ে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুর প্রায় ১টা নাগাদ পিকআপ ভ্যানটি ভাদনপুর এলাকা দিয়ে যাচ্ছিল। সেই সময় সামনে থেকে আসা একটি বাইকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর দ্রুতগতির পিকআপটি ভ্যানটি রাস্তার উপর উল্টে যায়। ভ্যানটিতে থাকা সকল যাত্রীই একই পরিবারের সদস্য এবং তারা একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন।

দুর্ঘটনার পর বহু যাত্রী গাড়ির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য সাতনা এবং রেওয়ায় স্থানান্তর করা হয়েছে। আরও তিনজনকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের চিকিৎসা স্থানীয় হাসপাতালে চলছে।

আহতদের মধ্যে রয়েছেন বিমল সাকেত (২৮), চাঁদনী সাকেত (১৬), সরোজ সাকেত (৩২), রাজসমন্দ সাকেত (১৩), দীনেশ সাকেত (৩৫), রবি (২২), ভাইয়ালাল (৪০), সন্তলাল (৫৫), মুন্নিলাল (৫৫), রাণী (১৮), লক্ষ্মী (২০), রেখা (২২), সুখমনি (৪৪), সন্তলাল (২৩), অমিত (৩৫), সুমন (২৩), সুমন (৩৫), সোনম সাকেত (৭), অভিষেক সাকেত (১৮) এবং রেখা সাকেত (১৮)।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande