
শ্রীনগর, ২১ ডিসেম্বর (হি.স.): যত দূর চোখ যায়, শুধু বরফ। জম্মু ও কাশ্মীরের উঁচু এলাকাগুলিতে হালকা তুষারপাত শুরু হয়েছে। রবিবার গুলমার্গ, সোনমার্গ অঞ্চলে তুষারপাত হয়েছে বলে খবর। বেলা বাড়ার সঙ্গে বাড়তে পারে তুষারপাতের মাত্রা। অন্য দিকে, সমতলে ঝিরঝিরে বৃষ্টি চলছেই। সন্ধ্যা পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত হলে তাপমাত্রা আরও নামার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে সমতলের কিছু এলাকাতেও তুষারপাত হতে পারে।
দুই মাসের শুষ্ক আবহাওয়ার পর বারামুল্লায় হালকা বৃষ্টি হচ্ছে| আগামীদিনে আরও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহের কারণে একান্ত প্রয়োজন ছাড়া এখানকার বাসিন্দাদের বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন। আবহাওয়া দফতর এদিন জম্মু ও কাশ্মীর, লাদাখ, মুজাফফারাবাদ এবং গিলগিটে ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়েছে।
এদিকে মধ্য মহারাষ্ট্র, কর্ণাটকের বিভিন্ন অঞ্চল এবং তেলেঙ্গানায় শৈত্যপ্রবাহর সম্ভাবনা রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ