
চিতোরগড়, ২১ ডিসেম্বর (হি.স.): শহরের দুর্গ রোড এলাকায় চাইনিজ মাঞ্জায় জড়িয়ে খোলা বিদ্যুতের তারের মাঝে আটকে থাকা একটি বিরল প্রজাতির বার্ন আউল (পেঁচা)কে সফলভাবে উদ্ধার করা হয়েছে। বন দফতর, বিদ্যুৎ দফতর, দমকল বিভাগ ও বন্যপ্রাণপ্রেমীদের মিলিত উদ্যোগে প্রায় ৫০ ফুট উচ্চতা থেকে তাকে উদ্ধার করা হয়।
রবিবার বন্যপ্রাণপ্রেমী মনীষ তিওয়ারি জানান, রাজস্থানের চিতোরগড় জেলার দুর্গ রোডের বিদ্যুৎ দফতরের কার্যালয়ের বাইরে একটি উঁচু গাছে পেঁচাটি চাইনিজ মাঞ্জায় জড়িয়ে পড়ে। আশপাশে খোলা বিদ্যুতের তার থাকায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করে বন দফতরে খবর দেন।
তাকে উদ্ধারের পর বন দফতরের তত্ত্বাবধানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পেঁচাটিকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য