
জিন্দ, ২১ ডিসেম্বর (হি.স.): হরিয়ানার জিন্দ জেলার সাফিদনের ৩ নম্বর ওয়ার্ডে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। স্বামীর গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ঘটনায় গুরুতরভাবে দগ্ধ ব্যক্তি অশোককে প্রথমে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রোহতকের পিজিআই-তে স্থানান্তর করা হয়।
রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় অশোক বাড়ির বাইরে বসে ছিলেন। সেই সময় তাঁকে চা দেওয়ার অজুহাতে ঘরের ভিতরে নিয়ে যান। এরপরই আচমকা আগুন লাগে এবং অশোক গুরুতরভাবে ঝলসে যান। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত অশোকের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য