
সাব্রুম (ত্রিপুরা), ২১ ডিসেম্বর (হি.স.) : জাতীয় স্বাস্থ্য মিশনের সহযোগিতায় ত্রিপুরা সরকারের পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে এবং দক্ষিণ ত্রিপুরা জেলা স্বাস্থ্য দফতরের তত্ত্বাবধানে সাব্রুমের রাজীবনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জেলা পর্যায়ে পালস পোলিও টিকাদান কর্মসূচির শুভ সূচনা হয় শনিবার সকালে। প্রায় আটটা নাগাদ প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক মহম্মদ সাজ্জাদ পি, জেলা সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলাফ্রু মগ, জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ জে. এম. দাস এবং মহকুমা স্বাস্থ্য আধিকারিক নিপেন্দ্র রিয়াং সহ স্বাস্থ্য দফতরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। বক্তারা জানান, পোলিও নির্মূলের জন্য প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা অত্যন্ত জরুরি। একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে অভিভাবকদের সচেতন ভূমিকা নেওয়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের আকর্ষণ বাড়াতে আয়োজিত হয় একটি প্রীতি ক্রিকেট ম্যাচ। বিলোনিয়া নাইট রাইডার এবং সাব্রুম রয়েল চ্যালেঞ্জারের মধ্যে এই ম্যাচে যথাক্রমে অংশ নেন জেলাশাসক মহম্মদ সাজ্জাদ পি এবং জেলা সভাধিপতি দীপক দত্ত। স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়াতে এই ক্রীড়া উদ্যোগ জনমনে বিশেষ সাড়া ফেলে। সমগ্র কর্মসূচির মাধ্যমে দক্ষিণ ত্রিপুরায় পোলিও নির্মূলের প্রচেষ্টায় নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ