
আগরতলা, ২১ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে রবিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়।
বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী জানান, দেশের আর্থিক মজবুত ভিত্তি গড়ে তুলতে প্রধানমন্ত্রী যে লক্ষ্য নির্ধারণ করেছেন— অর্থাৎ সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি ও আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়া— তা বাস্তবায়নে ত্রিপুরা সরকার সর্বদা উদ্যোগী। তিনি বলেন, সরকারের বিভিন্ন প্রকল্প স্বচ্ছতার সাথে রূপায়ণে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
বর্তমানে দেড়শ শাখা নিয়ে রাজ্যের ব্যাঙ্কিং পরিষেবায় প্রথম স্থানে রয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক। দ্বিতীয় স্থানে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং তৃতীয় স্থানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। রাজ্যের প্রায় ৫০ শতাংশ মানুষ সরাসরি ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের সঙ্গে যুক্ত বলে এদিন জানান অর্থমন্ত্রী। কৃষি ক্ষেত্র থেকে শুরু করে মহিলাদের স্বনির্ভরতা বৃদ্ধিতেও ব্যাঙ্কের অবদান অনস্বীকার্য বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজিপি (ইনটেলিজেন্স) কৃষ্ণেন্দু চক্রবর্তী, আরবিআই আগরতলা শাখার জিএম সুরেন্দ্র নিডা, নাবার্ডের ডিজি দিগন্ত দাস, ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যেন্দ্র সিংহ সহ অন্যান্যরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ