পালওয়ালে সিআইএ-র অভিযানে মাদক সহ গ্রেফতার এক পাচারকারী
পালওয়াল, ২২ ডিসেম্বর (হি.স.) : হরিয়ানার পালওয়াল জেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সিআইএ দলের হাতে এক মাদক পাচারকারী গ্রেফতার হয়েছে। ধৃতের কাছ থেকে ৩৭.৯৬ গ্রাম মাদক উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলি
পালওয়ালে সিআইএ-র অভিযানে মাদক সহ গ্রেফতার এক পাচারকারী


পালওয়াল, ২২ ডিসেম্বর (হি.স.) : হরিয়ানার পালওয়াল জেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সিআইএ দলের হাতে এক মাদক পাচারকারী গ্রেফতার হয়েছে। ধৃতের কাছ থেকে ৩৭.৯৬ গ্রাম মাদক উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

হাতিন সিআইএ-র এক আধিকারিক সোমবার জানান, সিআইএ একটি দল মাদক পাচারের উপর নজরদারির জন্য নিয়মিত টহল দিচ্ছিল। সেই সময় গোপন সূত্রে খবর আসে, রাজপুরা গ্রামের বাসিন্দা দিলশাদ অবৈধভাবে মাদক বিক্রির সঙ্গে যুক্ত এবং গুরাকসার গ্রামের কাছে একটি পরিত্যক্ত স্কুলের পাশে মাদক নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

খবর পেয়ে সিআইএ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘেরাও করে। পুলিশকে দেখে অভিযুক্ত পালানোর চেষ্টা করে গ্রামের দিকে দৌড়ায়, তবে ভারসাম্য হারিয়ে পড়ে যায়। পুলিশ ঘটনাস্থলেই তাকে আটক করে।

তল্লাশি চালিয়ে অভিযুক্তের কাছ থেকে ৩৭.৯৬ গ্রাম মাদক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে অনুমান করা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাদকের উৎস ও এই পাচারচক্রে যুক্ত অন্যান্যদের সম্পর্কে তথ্য জানার জন্য অভিযুক্তকে আদালতে পেশ করে রিমান্ডে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande