
গুয়াহাটি, ২৪ ডিসেম্বর (হি.স.) : খ্রিষ্ট ধর্মাবলম্বীদের পাশাপাশি রাজ্যের সমস্ত নাগরিককে আনন্দময় পবিত্র বড়দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য।
এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেন, যিশু খ্রিষ্টের জন্মোৎসব বড়দিন করুণা, ক্ষমা ও নিঃস্বার্থ সেবার মতো চিরন্তন মূল্যবোধের স্মরণ করিয়ে দেয়। তিনি উল্লেখ করেন, এই উৎসব মানুষকে প্রভু যিশুর আদর্শ গ্রহণ করে দয়া, সম্প্রীতি ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটি সুসংগঠিত সমাজ গঠনে একসঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করে।
রাজ্যপাল আচার্য আরও বলেন, শুভেচ্ছা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে বড়দিন উদ্যাপন করার আহ্বান জানানো উচিত। তিনি যোগ করেন, বড়দিনের চেতনা মানবজাতিকে সব ধরনের বিভাজনের ঊর্ধ্বে ওঠে প্রেম, সহমর্মিতা ও সর্বজনীন ভ্রাতৃত্বে বিশ্বাস পুনর্নবীকরণ করতে উৎসাহিত করে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস