
উদয়পুর (ত্রিপুরা), ২৪ ডিসেম্বর (হি.স.) : গোমতী জেলার উদয়পুরের রাজর্ষি হলে বুধবার অনুষ্ঠিত হল পনেরো দিনব্যাপী রাজ্যভিত্তিক নাট্য উৎসবের সমাপনী অনুষ্ঠান। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া ৩২টি নাট্যদলের পরিবেশনায় সমৃদ্ধ এই উৎসব ত্রিপুরার সাংস্কৃতিক ক্ষেত্রকে আরও গতিময় করে তুলেছে।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, “সংস্কৃতি, কৃষ্টি ও পরম্পরা একটি জাতির শক্তির প্রতীক। এগুলিকে সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব।” তিনি আশা প্রকাশ করেন, এই নাট্য উৎসব রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে নাট্যচর্চার পরিবেশ আরও প্রসারিত করবে। উৎসবের সঙ্গে যুক্ত সকল শিল্পী, সংগঠন ও কর্মীদের তিনি ধন্যবাদ জানান।
এদিন নাট্যশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে হারাধন দত্তকে প্রদান করা হয় ত্রিপুরেশ মজুমদার স্মৃতি পুরস্কার। তাঁকে ২১ হাজার টাকার চেক ও মানপত্র তুলে দেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, মহকুমা শাসক ত্রিদিপ সরকার, সমাজসেবী সবিতা নাগসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দফতরের সহ-অধিকর্তা অজয় দে। অনুষ্ঠান সভাপতিত্ব করেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়।
পনেরো দিনব্যাপী এই উৎসবকে কেন্দ্র করে উদয়পুরে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলা বসে, যা রাজ্যের নাট্য চর্চায় নতুন উদ্দীপনা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ