মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি ৮৩ লাখ টাকা দান করবে রেশন ডিলাররা
কলকাতা, ২২ ডিসেম্বর (হি. স.) : দুয়ারে রেশন প্রকল্প বন্ধ করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। সমস্যার সমাধানে এই নিয়ে আদালতের দ্বারস্থ ওয়েস্ট বেঙ্গল এম. আর. ডিলার্স আ্যসোসিয়েশন। প্রেস ক্লাব, কলকাতায় সোমবার এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সাধারণ
প্রেস ক্লাব, কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে


কলকাতা, ২২ ডিসেম্বর (হি. স.) : দুয়ারে রেশন প্রকল্প বন্ধ করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। সমস্যার সমাধানে এই নিয়ে আদালতের দ্বারস্থ ওয়েস্ট বেঙ্গল এম. আর. ডিলার্স আ্যসোসিয়েশন। প্রেস ক্লাব, কলকাতায় সোমবার এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক হাজী হাসান উল্লাহ লস্কর এই খবর জানিয়েছেন। তিনি আরও বলেন, দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে সমস্ত রেশন ডিলার বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ করে। রাজ্য সরকারের তরফেও শংসাপত্র সহ এই বিশেষ কাজের জন্যে বিশেষ অর্থ বরাদ্দ করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে তিনি আরও জানান, ১ কোটি ৮৩ লাখ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হবে। সেইসঙ্গে আগামী ফেব্রুয়ারি মাসে কনভেনশন এর আয়োজন করা হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করে চিঠি পাঠানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande