জয়নগর পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক, ৭ দিনের পুলিশ হেফাজতে
কলকাতা, ২২ ডিসেম্বর (হি. স.) : জয়নগরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার একজন। গোপন সূত্রে খবর পেয়েই রবিবার রাতে জয়নগর থানার আই সি সমরেশ ঘোষের নির্দেশে জয়নগর থানার পুলিশের বিশেষ দল জয়নগর থানার বামুনগাছি পঞ্চায়েতের বিশ্বাসের চক এলাকার একটি চায়ের দোকানে হানা দ
জয়নগরে পুলিশের কাছে বাজেয়াপ্ত অস্ত্র সম্ভার


কলকাতা, ২২ ডিসেম্বর (হি. স.) : জয়নগরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার একজন। গোপন সূত্রে খবর পেয়েই রবিবার রাতে জয়নগর থানার আই সি সমরেশ ঘোষের নির্দেশে জয়নগর থানার পুলিশের বিশেষ দল জয়নগর থানার বামুনগাছি পঞ্চায়েতের বিশ্বাসের চক এলাকার একটি চায়ের দোকানে হানা দেয়। সেখানেই হাতেনাতে এক ব্যক্তিকে গ্রেফতার করে।ধৃতের নাম সাজাহান শেখ (৩৪), বাড়ি ক্যানিং থানার গোপালপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ব্যাগ। সেই ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ২০ ইঞ্চি লম্বা একটি রাইফেল ও একটি গুলি ভর্তি দেশীয় আগ্নেয়াস্ত্র। এরপরেই ধৃতকে ২৫/২৭ অস্ত্র আইনে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার জয়নগর থানা বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে তদন্তকারী পুলিশ আধিকারিক। উল্লেখ্য, ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তার সঙ্গে অন্যান্যদের যুক্তদের ও খোঁজে চলছে তদন্তের কাজ। আর কে রয়েছে এবং এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে আনা হয় এবং কোথায় তা বিক্রির উদ্দেশ্য ছিল বিশদেই তা জানার চেষ্টা অব্যাহত। দফায় দফায় জেরা চলছে এখন পুলিশের।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande