অবৈধ বালি পাচারের বিরুদ্ধে সরব হওয়ায় হুমকির অভিযোগ
দুর্গাপুর, ২২ ডিসেম্বর (হি.স.) : অবৈধ বালি পাচারের বিরুদ্ধে মুখ খোলার জেরে হুমকির মুখে পড়েছেন বুদবুদের চাকতেতুল গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা বর্ণালী মাজির স্বামী কৌশিক মাজি। তাঁকে হুমকি দেওয়ার একটি অডিও ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়েছে, যা ঘিরে দুর্গা
অবৈধ বালি পাচারের বিরুদ্ধে সরব হওয়ায় হুমকির অভিযোগ


দুর্গাপুর, ২২ ডিসেম্বর (হি.স.) : অবৈধ বালি পাচারের বিরুদ্ধে মুখ খোলার জেরে হুমকির মুখে পড়েছেন বুদবুদের চাকতেতুল গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা বর্ণালী মাজির স্বামী কৌশিক মাজি। তাঁকে হুমকি দেওয়ার একটি অডিও ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়েছে, যা ঘিরে দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সুবিচারের দাবিতে তিনি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

অন্যদিকে, অবৈধ বালি মজুতের অভিযোগে রবিবার রাতে বুদবুদ থানার পুলিশ এক বালি কারবারিকে গ্রেফতার করেছে। ধৃতের নাম কৌশিক দরবার, বয়স আনুমানিক ৩৫, বাড়ি চাকতেতুল গ্রাম।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে বুদবুদের রনডিহা, শালডাঙা ও মুন্সিপুর গ্রামের সংলগ্ন দামোদর নদী থেকে একাধিক বালিঘাটে দিন-রাত অবৈধভাবে বালি উত্তোলন ও পাচার চলছিল। অভিযোগ, প্রতিদিন অন্তত ৫০টি ট্রাক্টর ও ডাম্পারে বালি পরিবহণ করা হচ্ছিল। এর জেরে গ্রামের সরু রাস্তা ও ক্যানেল সেতু ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি গ্রামবাসীদের।

গ্রামবাসীদের অভিযোগ, নম্বরবিহীন ট্রাক্টরে নদী থেকে বালি তুলে শালডাঙা ডিভিসি ক্যানেল পাড় ও পানাগড়–রনডিহা সড়কের পাশে মজুত করা হচ্ছিল। পরে সেখান থেকে লরি ও ডাম্পারে করে কলকাতার দিকে পাচার করা হয়।

এই অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সরব হন স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যা বর্ণালী মাজির স্বামী কৌশিক মাজি, যিনি দুর্গাপুর–বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির মিডিয়া সেলের ইনচার্জ। তিনি অভিযোগ করে বলেন, “শাসকদলের মদতেই দীর্ঘদিন ধরে অবৈধ বালি পাচার চলছে। এর ফলে রাজ্যের রাজস্ব ক্ষতি হচ্ছে। প্রতিবাদ করায় শনিবার রাতে একটি নম্বর থেকে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বিষয়টি দলীয় নেতৃত্ব ও পুলিশের কাছে জানানো হয়েছে।”

এদিকে অবৈধ বালি মজুতের খবর পেয়ে গলসি–১ ব্লকের বিএলআরও দপ্তরও সক্রিয় হয়। একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। রবিবার রাতে বুদবুদ থানার পুলিশ চাকতেতুল গ্রাম থেকে কৌশিক দরবারকে গ্রেফতার করে। সোমবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করেন।

পুলিশ জানিয়েছে, “ঘটনার তদন্ত চলছে। অবৈধ বালি উত্তোলন ও পাচার সংক্রান্ত সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande