
দুর্গাপুর, ২২ ডিসেম্বর (হি.স.) : প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর আবক্ষ মূর্তি স্থাপনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার রাজবাঁধ এলাকায়। মূর্তি বসানোর কাজে পুলিশ বাধা দিয়েছে—এই অভিযোগ তুলে সোমবার সেখানে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি।
উল্লেখ্য, আগামী ২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন। সেই উপলক্ষে দুর্গাপুর–বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে কাঁকসার রাজবাঁধ এলাকায় তাঁর আবক্ষ মূর্তি স্থাপনের প্রস্তুতি চলছিল। সোমবার মূর্তি স্থাপনের কাজ শুরু হতেই পুলিশ তা বন্ধ করে দেয় বলে অভিযোগ।
পুলিশের দাবি, সংশ্লিষ্ট জমিটি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের আওতাধীন। ওই সংস্থা থেকে থানায় অভিযোগ জমা পড়ায় পুলিশ পদক্ষেপ গ্রহণ করে। এর জেরেই এলাকায় উত্তেজনা ছড়ায় এবং বিজেপি কর্মীরা বিক্ষোভ শুরু করেন।
বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, “২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর আমাদের দলীয় কার্যালয় ভেঙে দেওয়া হয়েছিল। সেই জমিতেই আজ ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর মূর্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু পুলিশ সেই কাজ আটকে দেয়। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
তিনি আরও বলেন, “একজন ভারতরত্নের মূর্তি স্থাপনে বাধা দেওয়া মানে তাঁর অবমাননা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে যাব।”
এ বিষয়ে কাঁকসার এসিপি রাজকুমার মালাকার জানান, “পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের পক্ষ থেকে ই-মেলের মাধ্যমে একটি অভিযোগ পাওয়া গেছে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট জমিটি বিদ্যুৎ বণ্টন নিগম ঘিরে দিয়েছে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা