বিয়ের অনুষ্ঠানে পুলিশি নির্মমতার অভিযোগে গোলাঘাটের ঘিলাধারি থানায় স্থানীয়দের বিক্ষোভ
গোলাঘাট (অসম), ২২ ডিসেম্বর (হি.স.) : একটি বিয়ের অনুষ্ঠানে পুলিশি নির্মমতার অভিযোগে গোলাঘাটের ঘিলাধারি থানায় প্রবেশ করে চূড়ান্ত বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয়রা। বিক্ষোভকারীদের অভিযোগ, পাৰ্শ্ববৰ্তী রূপকালিয়া গ্রামে গতকাল গভীর রাতে একটি বিয়ের অনুষ্
বিয়ের অনুষ্ঠানে পুলিশি নির্মমতার অভিযোগে গোলাঘাটের ঘিলাধারি থানায় স্থানীয়দের বিক্ষোভ


গোলাঘাট (অসম), ২২ ডিসেম্বর (হি.স.) : একটি বিয়ের অনুষ্ঠানে পুলিশি নির্মমতার অভিযোগে গোলাঘাটের ঘিলাধারি থানায় প্রবেশ করে চূড়ান্ত বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয়রা। বিক্ষোভকারীদের অভিযোগ, পাৰ্শ্ববৰ্তী রূপকালিয়া গ্রামে গতকাল গভীর রাতে একটি বিয়ের অনুষ্ঠানে সংঘটিত সামান্য ঝামেলা সামাল দিতে গিয়ে ঘিলাধারি থানার তিন পুলিশকর্মী নির্বিচারে লাঠিচার্জ করেছেন। নির্বিচারে লাঠিচার্জের ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

বিক্ষোভকারীরা জানান, আহতদের মধ্যে অন্তত সাতজনের অবস্থা গুরুতর। আহতরা অজয় কর্মকার, পূজা কর্মকার, লক্ষ্মীরাম কর্মকার, বিকাশ কর্মকার, বিজয় কর্মকার, সঞ্জয় কর্মকার ও বিশ্বজিৎ কর্মকার।

তাঁদের অভিযোগ, পুলিশকর্মীরা ছোটখাটো বিরোধ মেটানোর জন্য অনুষ্ঠানে পৌঁছলেও সঠিক কোনও তদন্ত না করেই বলপ্রয়োগ শুরু করে। তাঁদের আরও অভিযোগ, গ্রামে একাধিক বাড়িতে ঢুকে পুলিশ নারী ও শিশুদের ওপরও হামলা চালিয়েছে।

এছাড়াও অভিযোগ করা হয়েছে, ভিলেজ ডিফেন্স ফোর্স-এর এক নেতাকে ওই ঘটনায় মারাত্মকভাবে মারধর করা হয়। ভুক্তভোগীদের দাবি, অভিযুক্ত তিন পুলিশকর্মী ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিলেন।

গতকাল সংঘটিত ঘটনার পর আজ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্য ও স্থানীয় বাসিন্দারা ঘিলাধারি থানায় জড়ো হয়ে বিক্ষোভ দেখান। এতে থানার পরিবেশ অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও বিশৃঙ্খল হয়ে ওঠে। বিক্ষোভকারীরা অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানানোর পাশাপাশি আহতদের অবিলম্বে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার দাবি তুলে ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের দাবি জানাচ্ছেন।

এ খবর লেখা পর্যন্ত এলাকার পরিস্থিতি উত্তপ্ত। এদিকে উত্থাপিত অভিযোগগুলি সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande