বাংলাদেশে হিন্দু যুবকের হত্যার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ
শিলিগুড়ি, ২২ ডিসেম্বর (হি.স.) : বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ কর্মসূচি এবং ভিসা অফিস ঘেরাও করলো বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, শিলিগুড়ি মহানগর সংগঠন। এদিন প্রথমে বাঘাযতীন পার্কে জমায়েত হন সংগঠনের
বাংলাদেশে হিন্দু যুবকের হত্যার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ


শিলিগুড়ি, ২২ ডিসেম্বর (হি.স.) : বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ কর্মসূচি এবং ভিসা অফিস ঘেরাও করলো বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, শিলিগুড়ি মহানগর সংগঠন।

এদিন প্রথমে বাঘাযতীন পার্কে জমায়েত হন সংগঠনের সদস্যরা। এরপর মিছিল করে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বাংলাদেশ ভিসা অফিসের সামনে পৌঁছান তারা। এদিনের মিছিলে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধ, দীপু দাসের হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবি জানান সংগঠনের সদস্যরা।

মিছিল শেষে ভিসা অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল ভিসা অফিসে প্রবেশ করে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং প্রতিবাদস্বরূপ ভিসা অফিস বন্ধ রাখার আবেদন জানায়।

উল্লেখ্য, বাংলাদেশের ময়মনসিংহের ভালুকা এলাকায়, দীপু দাস (২৭) নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করে জনতা এবং পরে প্রকাশ্যে ঝুলিয়ে পুড়িয়ে দেয়। এই ঘটনায় তীব্র প্রতিবাদে নেমেছে ভারত।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande