
কলকাতা, ২২ ডিসেম্বর (হি. স.) : সুন্দরবনের উৎপাদিত দ্রব্যসামগ্রী বিশ্ববাজারে সরাসরি গ্রাহকের পৌঁছে দিতে উদ্যোগী ন্যাশানাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। কাজ চলছে বেশ জোরকদমেই। সুন্দরবন অঞ্চলের গ্রামীণ মানুষের উৎপাদিত দ্রব্যকে ডিজিটাল মাধ্যমে বিশ্ববাজারে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীন ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স (ওএনডিসি)। ডিপার্টমেন্ট ফর প্রোমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড (ডিপিআইআইটি)-এর এই উদ্যোগ দেশের ই-কমার্স পরিকাঠামোয় এক নতুন দিগন্তের সূচনা করেছে নিঃসন্দেহে।
এই উদ্যোগের অংশ হিসেবে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার মানুষদের ই-কমার্সের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে কুলতলি মিলনতীর্থ সোসাইটিতে অনুষ্ঠিত ওএনডিসি সংক্রান্ত এক সচেতনতা কর্মশালা।
দ্য স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড (এনএসআইসি), - এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় কুলতলি, নারায়নতলা ও বাসন্তী এলাকার শতাধিক উদ্যোগী মানুষ অংশগ্রহণ করেন।
কর্মশালায় ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে গ্রামের উৎপাদিত দ্রব্য অনলাইন প্ল্যাটফর্মে তুলে ধরে দেশ-বিদেশের বাজারে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এনএসআইসি-র জোনাল জেনারেল ম্যানেজার ড. অনুপম গায়েন। তিনি বলেন, সুন্দরবন অঞ্চলে নানা প্রাকৃতিক প্রতিকূলতা থাকলেও তা অতিক্রম করে অনলাইন বাণিজ্যের সঙ্গে যুক্ত করে স্থানীয় বাজারের গণ্ডি পেরিয়ে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে সহজেই পৌঁছে দেওয়া সহজ ও সম্ভব হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত