রামকৃষ্ণ মিশনের মোবাইল ডেন্টাল ক্লিনিকের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা
আগরতলা, ২২ ডিসেম্বর (হি.স.) : রামকৃষ্ণ মিশন আগরতলা এবার স্বাস্থ্য পরিষেবায় আরও এক নতুন দিগন্তের সূচনা করল। মোবাইল হেলথ ক্লিনিকের ধারাবাহিকতায় সোমবার আনুষ্ঠানিকভাবে চালু করা হল মোবাইল ডেন্টাল ক্লিনিক পরিষেবা। রোটারি ক্লাব অফ আগরতলা সিটির আর্থিক সহযো
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা


আগরতলা, ২২ ডিসেম্বর (হি.স.) : রামকৃষ্ণ মিশন আগরতলা এবার স্বাস্থ্য পরিষেবায় আরও এক নতুন দিগন্তের সূচনা করল। মোবাইল হেলথ ক্লিনিকের ধারাবাহিকতায় সোমবার আনুষ্ঠানিকভাবে চালু করা হল মোবাইল ডেন্টাল ক্লিনিক পরিষেবা। রোটারি ক্লাব অফ আগরতলা সিটির আর্থিক সহযোগিতায় প্রস্তুত এই ডেন্টাল ক্লিনিকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। বিবেকনগরে রামকৃষ্ণ মিশনের সদর দফতরে পূজা ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।

মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে জানান, রামকৃষ্ণ মিশনের বিবেকনগর স্কুলে খুব শীঘ্রই ফরেন ল্যাংগুয়েজ কোর্স চালু করা হবে। তিনি বলেন, “আমি এই বিষয়ে মিশনের সর্বভারতীয় অধ্যক্ষ স্বামী শুভ্রানন্দ মহারাজের সঙ্গে কথা বলেছি এবং লিখিতভাবে অনুরোধ করেছি। মিশন কর্তৃপক্ষও এতে সম্মতি দিয়েছে। ফলে ইংরেজির পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষা শেখার সুযোগ পাবে রাজ্যের ছাত্রছাত্রীরা।”

মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশনের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি জানান, গত এক দশকেরও বেশি সময় ধরে রামকৃষ্ণ মিশনের মোবাইল হেলথ ইউনিট রাজ্যের বিভিন্ন দূরবর্তী এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছে। এনএইচএম–এর সহযোগিতায় পরিচালিত এই প্রকল্পে বহু মানুষ উপকৃত হয়েছেন। এবার রোটারি ক্লাবের ৬০ লক্ষ টাকার অর্থানুকূল্যে মোবাইল ডেন্টাল ক্লিনিক চালু হওয়ায় মৌলিক দন্তচিকিৎসা আরও সহজলভ্য হবে।

নতুন মোবাইল ডেন্টাল ক্লিনিকে চিকিৎসক, নার্সসহ মোট ১০ জন স্বাস্থ্যকর্মী এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে পরিষেবা প্রদান করবেন। মুখ্যমন্ত্রী বলেন, “শেষ মাইল পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার যে লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন, রামকৃষ্ণ মিশনের এই উদ্যোগ তা আরও শক্তিশালী করবে।”

স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কার্যকর করার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, মহকুমা স্তরে চিকিৎসকরা বহু সময় চাপের মুখে কাজ করেন। বিশেষ করে অযথা রেফারের চাপ তৈরি হলে চিকিৎসকদের মনোবল কমে যায়। এ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের সেবা দর্শন, নিয়মানুবর্তিতা ও মানবিকতার প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, “এই সিস্টেম যথাযথভাবে পরিচালনা করতে সক্ষম একমাত্র রামকৃষ্ণ মিশনই।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande