
আগরতলা, ২২ ডিসেম্বর (হি.স.) : বাংলাদেশে সাংবাদিকদের উপর ধারাবাহিক হামলা, হত্যা, নির্যাতন ও কারাবন্দি করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিকী প্রতিবাদে সামিল হল ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। রবিবার আগরতলা প্রেসক্লাবের সামনে সংগঠনের সদস্যরা মুখে কালো ব্যাজ ধারণ করে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য তথা আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার, সাংবাদিক সাজ্জাদ আলী, অলক ঘোষ, সরজিত পালসহ অন্যান্য সাংবাদিকরা।
প্রতিবাদ কর্মসূচি প্রসঙ্গে প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংবাদ মাধ্যমের উপর লাগাতর হামলা চালানো হচ্ছে। বহু সাংবাদিককে হত্যা করা হয়েছে, অনেককে কারাগারে রাখা হয়েছে। তিনি অবিলম্বে গ্রেফতার হওয়া সাংবাদিকদের মুক্তি দাবি করেন।
তিনি আরও জানান, সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশে হিন্দু সাংবাদিকরা ঘর থেকে বের হতে পারছেন না, স্বাভাবিকভাবে কাজকর্ম চালাতেও পারছেন না। তাদের নিরাপত্তা নিশ্চিত করে কাজের পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি।
এই দাবি-দাওয়া নিয়েই ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সদস্যরা প্রতিকী প্রতিবাদ পালন করেছেন বলে জানান সংগঠনের নেতৃত্ব।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ