আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বাঁকুড়া প্রধান ডাকঘরে ডাক বিমা যোজনা মেলা
বাঁকুড়া, ২৩ ডিসেম্বর (হি.স.) : দেশের প্রত্যন্ত অঞ্চল-সহ সমস্ত পরিবারকে আর্থিক নিরাপত্তার আওতায় আনতে ডাক বিমা যোজনার অন্তর্ভুক্তির লক্ষ্যে মঙ্গলবার বাঁকুড়া প্রধান ডাকঘরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ডাক বিমা যোজনা বিমা মেলা’ নামের এই অনুষ্ঠা
আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বাঁকুড়া প্রধান ডাকঘরে ডাক বিমা যোজনা মেলা


বাঁকুড়া, ২৩ ডিসেম্বর (হি.স.) : দেশের প্রত্যন্ত অঞ্চল-সহ সমস্ত পরিবারকে আর্থিক নিরাপত্তার আওতায় আনতে ডাক বিমা যোজনার অন্তর্ভুক্তির লক্ষ্যে মঙ্গলবার বাঁকুড়া প্রধান ডাকঘরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ডাক বিমা যোজনা বিমা মেলা’ নামের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ বঙ্গ বিভাগের পোস্টমাস্টার জেনারেল ঋজু গাঙ্গুলি-সহ ডাক বিভাগের একাধিক পদস্থ আধিকারিক।

অনুষ্ঠানে পোস্টমাস্টার জেনারেল ঋজু গাঙ্গুলি বলেন, কেন্দ্রীয় সরকারের লক্ষ্য দেশের প্রতিটি মানুষকে আর্থিক নিরাপত্তার বলয়ে আনা। সেই লক্ষ্য পূরণে ডাক বিভাগ বিশেষ উদ্যোগ নিয়েছে। ডাক বিভাগের উদ্দেশ্য হল দেশের প্রতিটি পরিবারকে অন্তত একটি বিমা যোজনার সঙ্গে যুক্ত করা।

তিনি আরও জানান, প্রান্তিক মানুষের সঞ্চিত অর্থকে সুরক্ষিত রাখার লক্ষ্যে ডাক বিভাগ নিরন্তর কাজ করে চলেছে। সেই উদ্দেশ্যেই চালু করা হয়েছে ডাক বিমা যোজনা। এই যোজনার মাধ্যমে সাধারণ মানুষ নিরাপদ ও নির্ভরযোগ্য বিমা পরিষেবার সুযোগ পাচ্ছেন।

অনুষ্ঠানে ডাক বিমা যোজনায় উল্লেখযোগ্য সাফল্য অর্জনের জন্য এই প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের পুরস্কৃত করা হয়। ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগের মাধ্যমে বিমা পরিষেবার প্রসার ঘটানো হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande