
নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতরত্ন, কৃষক নেতা চৌধুরী চরণ সিং-এর জন্মবার্ষিকীতে।
সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ জানান, চৌধুরী চরণ সিং কৃষি ব্যবস্থার উন্নয়নে, কৃষকদের কল্যাণে এবং সমাজ সেবায় নিবেদিত প্রাণ ছিলেন। জরুরি অবস্থা এবং স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে সংগ্রামে তিনি তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলেও উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ