
নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): স্বামী শ্রদ্ধানন্দের বলিদান দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ।
সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে এক পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, স্বামী শ্রদ্ধানন্দ সরস্বতী জি-র স্বরাজ ও ভারতীয় সংস্কৃতিতে সমান অবদান রয়েছে এবং সারা জীবন ধরে তিনি সামাজিক কু-প্রথার বিরুদ্ধে লড়াই করে গেছেন। অমিত শাহ বলেছেন, নারী শিক্ষা এবং ভারতীয় জ্ঞান-পরম্পরার প্রসারে তিনি অবিস্মরণীয় ভূমিকা পালন করে গেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী বলেন, তাঁর বলিদান দিবসে স্বামী শ্রদ্ধানন্দ জি-র প্রতি শ্রদ্ধা জানাই।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ