
আগরতলা, ২৩ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরায় শীতের মাঝেই ঘন কুয়াশার দাপট বাড়ছে। আগামী কয়েকদিন রাজ্যজুড়ে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া অব্যাহত থাকবে বলে আগরতলা আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস।
আবহাওয়া কেন্দ্রের প্রধান ডঃ পার্থ রায় জানান, ১লা ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শীতের সূচনা হলেও গত কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা মৌসুমী গড়ের তুলনায় কিছুটা বেশি রয়েছে। তিনি বলেন, গত চার দিনে তাপমাত্রা খানিক বেড়েছে, যা মূলত কুয়াশার কারণে স্বাভাবিকভাবে তাপমাত্রা নেমে না যাওয়ার ফল।
মঙ্গলবার আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ১২.২ ডিগ্রির তুলনায় বেশি। ডঃ রায় জানান, “তিন দিন ধরে রাজ্যজুড়ে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। কুয়াশা দিনের শুরুতে তাপ বিকিরণ কমিয়ে দেয়, ফলে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকে।”
তিনি আরও বলেন, আগামী তিন থেকে চার দিন রাজ্যের বিভিন্ন জেলায় কুয়াশা বজায় থাকবে। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি। কিছু এলাকায় সেটি মৌসুমী গড়ের চেয়ে সামান্য বেশি হতে পারে। বর্তমান শুষ্ক আবহাওয়াও অব্যাহত থাকবে। সকালবেলা কুয়াশা কাটতে ১১টা পর্যন্ত সময় লাগতে পারে বলেও জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ