
জগদ্দল, ২৩ ডিসেম্বর ( হি. স.) : ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমা ও গুলি চলার ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট)-এর তলবে জগদ্দল থানায় হাজির হলেন তিনি। মঙ্গলবার জগদ্দল থানায় দীর্ঘক্ষণ ধরে সিট-এর আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। তবে এই তদন্ত প্রক্রিয়া নিয়ে আস্থা নেই বলে স্পষ্ট জানিয়েছেন অর্জুন সিং।জিজ্ঞাসাবাদ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, “এই তদন্ত পুরোপুরি টাই-আই-ওয়াশ। সত্য উদঘাটনের কোনও চেষ্টা নেই।” তাঁর দাবি, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের জন্য অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক। রাজ্য পুলিশের পরিচালিত সিট তদন্তে ন্যায়বিচার মিলবে না বলেও অভিযোগ করেন তিনি।উল্লেখ্য, সম্প্রতি অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি ও গুলি চলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনার পর রাজ্য পুলিশ সিট গঠন করে তদন্ত শুরু করে।অন্যদিকে, এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা কটাক্ষ করা হয়েছে। ভাটপাড়া শহর তৃণমূল সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, “সিট-এর তদন্তে ফেঁসে যাওয়ার আশঙ্কাতেই অর্জুন সিং সিবিআই তদন্তের দাবি তুলছেন।” তাঁর দাবি, রাজ্য পুলিশের তদন্তেই সত্য সামনে আসবে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়