
ঝাঁসি, ২৩ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের ঝাঁসিতে পুলিশের তৎপরতায় সোমবার রাতে গ্রেফতার তিন দুষ্কৃতী । ঘটনাটি ঘটেছে মৌরানিপুর থানার অন্তর্গত এলাকায় । ধৃতদের নাম জিতেন্দ্র, মিঠুন রাজপুত, সন্তোষ এবং রবীন্দ্র লোধি।
মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বেশ কিছুদিন আগে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের লস্কর লাভেদ পুরার এক বাসিন্দা রাজেন্দ্র শিবহরে থানায় অভিযোগ দায়ের করে । তাঁর অভিযোগ , লিধৌরা টিকমগড়ের বাসিন্দা জিতেন্দ্র ওরফে রাজু রাজপুত সোনা বিক্রির অজুহাতে তাঁর থেকে নগদ আড়াই লক্ষ টাকা দাবি করে । সেই দাবি মেনে নিয়ে রাজেন্দ্র আড়াই লক্ষ টাকা নিয়ে গারোথা মোড়ে পৌঁছালে জিতেন্দ্র ও তার তিন সহযোগী তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় এবং হত্যার হুমকি দিয়ে তৎক্ষণাৎ সেই এলাকা থেকে চম্পট দেয় । তবে রাজেন্দ্রর চিৎকারে পালানোর সময় ধরা পড়ে রবীন্দ্র লোধি। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
রাজেন্দ্রর অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রাথমিকভাবে তল্লাশি চালায় এবং সেইসময় তিন বাইক আরোহীকে দেখে পুলিশের সন্দেহ হয় । পুলিশ তাদেরকে থামতে বললে পুলিশকে দেখামাত্রই তারা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় পুলিশ। এরপর ঘটনাস্থল থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ । সঙ্গে উদ্ধার করে একটি পিস্তল, দুটি তাজা কার্তুজ এবং আড়াই লক্ষ টাকা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক