
জৌনপুর, ২৩ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের জৌনপুর জেলায় শৈত্যপ্রবাহের প্রভাব টানা পঞ্চম দিনেও অব্যাহত রয়েছে। ঘন কুয়াশা ও ঠান্ডা হাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত। মঙ্গলবারও সূর্যের দেখা মেলেনি। দৃশ্যমানতা নেমে এসেছে প্রায় ৫০ মিটারে, ফলে যানবাহন চলাচলে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।
বাজারে ব্যবসায় মন্দা এবং রাস্তাঘাটে জনসমাগম কম দেখা যাচ্ছে।
সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি ও সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি ও সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন আর্দ্রতা ছিল ৮২ শতাংশ এবং বায়ু গুণমান সূচক (একিউআই) ১৯৪।
ঘন কুয়াশা ও তাপমাত্রা হ্রাসের ফলে রাই, সর্ষে, আরহার, আলু ও সবজি ফসলে তুষারপাতজনিত ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। কৃষি বিশেষজ্ঞরা প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন।
শীতের তীব্রতা বিবেচনায় জেলা প্রশাসনের অনুমোদনে বেসিক শিক্ষা আধিকারিক ২৩ ও ২৪ ডিসেম্বর পর্যন্ত প্রথম থেকে অষ্টম শ্রেণির বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বন্ধ রাখার নির্দেশ জারি করেছেন। তবে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থেকে বিভাগীয় কাজ করবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য