
জয়পুর, ২৩ ডিসেম্বর (হি.স.): রাজস্থানের জয়পুরে মঙ্গলবার সকালে রহস্যজনকভাবে উদ্ধার এক প্রৌঢ়ার বস্তাবন্দি মৃতদেহ । ঘটনাটি ঘটেছে শাস্ত্রী নগর থানার অন্তর্গত এলাকায় । মৃতের বয়স ৫০ বছর । তবে তাঁর পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি ।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার সময় সুভাষ কলোনির পরশুরাম পার্কের কাছে একটি বাড়ির বারান্দা থেকে দুর্গন্ধ ভেসে আসছিল । এলাকার স্থানীয় বাসিন্দারা বাড়ির বারান্দায় একটি বস্তা দেখতে পায়। এরপরই তারা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয় ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই সন্দেহজনক বস্তাটি থেকে উদ্ধার করে এক প্রৌঢ়ার মৃতদেহ । প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে মৃতদেহটি কমপক্ষে দুই থেকে তিনদিনের পুরোনো । মনে করা হচ্ছে , খুন করা হয়েছে অন্য জায়গায়। মৃত্যুর পর দেহটিকে বস্তাবন্দি অবস্থায় ফেলে রেখে গেছে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক